বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৬, ২২ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শীতবস্ত্র বিতরণ

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা দায়িত্ব হলো দেশের সরকারের। কিন্তু আমাদের দেশে যিনি সরকার হয় আগে তার নিজের পকেট ভরে। তারপর আত্মীয় স্বজনের এরপর জনগণকে দিতে ছিটেফোঁটাও থাকেনা। এগুলো করার কারন তাদের মাঝে আল্লাহর ভয় না থাকা৷ ইনসাফ ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা না থাকা।

২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যােগে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কালে এসব কথা বলেন নারায়ণগঞ্জ  মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। এসময় তিনি আরো বলেন জামায়াতে ইসলামী সহ ১০ দলীয়   জোট ক্ষমতায় আসলে আপনাদের কাউকেই এভাবে আর আসতে হবেনা। আমাদের জনপ্রতিনিধিগন আপানাদের বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌছে দিয়ে আসবে ইনশাআল্লাহ। 

এসময় তিনি আরো বলেন এখন সময় এসেছে ভালো মানুষকে নির্বাচিত করার। তাই সময় থাকতে আপনার মূল্যবান ভোট সমাজের ভালো মানুষকে দেওয়ার আহবান 

উক্ত অনুষ্ঠানে মহানগরী জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুবুর রহমান, ১১নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, জামায়াত নেতা ইব্রাহীম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।