ফাইল ছবি
নারায়ণগঞ্জের তিনটি আসনে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে দল।
বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল আমীন রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত নেতারা হলেন নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মাদ দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক এমপি ও বিদ্রোহী প্রার্থী মোঃ আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী বিদ্রোহী প্রার্থী অধ্যাপক মোঃ রেজাউল করিম।
এর আগে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে নির্দেশনা দেয়া হয় বিএনপির পক্ষ থেকে। নির্বাচন থেকে সরে না দাঁড়ানোয় তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

