বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বিএনপি নেতার বাড়িঘরে প্রতিপক্ষের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫১, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০২, ৬ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে বিএনপি নেতার বাড়িঘরে প্রতিপক্ষের হামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলামের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কবির হোসেন ও তার অনুসারী পিয়ার আলী, আমজাদ, আনোয়ারসহ বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। 

এসময় বেশ কয়েকটি ঘর বাড়ি ভাংচুর করে বিল্ডিংয়ের দরজার, জানালা, গ্রিল সহ মালামাল খুলে নিয়ে যায় প্রতিপক্ষরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

এসময় যুবদল নেতা জহিরের ভাগিনা সন্ত্রাসী ইসমাইল, আওয়ামী লীগ নেতা আলম আহাম্মদ, দলু চোরা, যুবলীগ নেতা দুলাল, যুবলীগ নেতা কালাই, স্বপন কানা, যুবলীগ নেতা বিল্লাল, ছাত্রলীগ নেতা রামিমসহ শতাধিক লোকজন সশস্ত্র হামলায় অংশগ্রহণ করেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেবো।

এর আগে গত ১৬ নভেম্বর জনসভা শেষে ফেরার পথে জহিরুল ইসলামের ওপর হামলা চালিয়েছিল কবির হোসেন ও তার অনুসারীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকমাস যাবৎ দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে। এসকল সংঘর্ষে গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছে।