ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক পাওয়ার পরপরই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। প্রতীক বরাদ্দ শেষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মোনাজাতে অংশ নেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আবুল কালামের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে আবুল কালাম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক সংক্ষিপ্ত মোনাজাতে অংশ নেন।
এসময় আবুল কালাম বলেন, ধানের শীষ আমাদের সংগ্রাম ও গণতন্ত্রের প্রতীক। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে আমরা নির্বাচনী মাঠে নামছি।
এসময় সেখানে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেককে স্লোগানে স্লোগানে মুখর করতে দেখা যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ।
দলীয় কর্মীরা জানান, দীর্ঘ সতেরো বছর পর আমরা ভোট দিবো। ধানের শীষ প্রতীক পাওয়ার মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

