বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খালেদা জিয়া জনগণের জন্য জীবন উৎসর্গ করে গেছেন: মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৮, ২১ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়া জনগণের জন্য জীবন উৎসর্গ করে গেছেন: মান্নান

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া দেশের জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তাঁর এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চিরকিশোরগঞ্জ এলাকার চরহোগলা মার্কেট মাঠে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দল-মত নির্বিশেষে আপোষহীন নেতৃত্ব, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী পরিচিত। তিনি দেশের জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। আমরা সবাই প্রিয় এই নেত্রীর রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

দোয়া মাহফিলে সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, আসলাম ফকির, শফিকুল ইসলাম, ঈসমাইল হোসেন, আমীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।