বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

|

পৌষ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে তিন উপজেলার পথসভায় থাকবেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৮, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:৩৫, ১৪ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে তিন উপজেলার পথসভায় থাকবেন তারেক রহমান

ফাইল ছবি

আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পথসভা করবেন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার তিনটি উপজেলা—সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জে পথসভায় অংশ নেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা–সিলেট মহাসড়কের পাশের তিনটি নির্ধারিত স্পটে এসব পথসভা অনুষ্ঠিত হবে। তারেক রহমানের এই পথসভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

সোনারগাঁ উপজেলায় অনুষ্ঠিতব্য পথসভা সফল করতে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান নেতৃত্ব দিচ্ছেন। ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পোস্টার, ব্যানার, মাইকিংসহ সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ আড়াইহাজারে পথসভা সফল করতে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সমন্বয়ে জনসমাগম নিশ্চিত করতে কাজ চলছে।

রূপগঞ্জ উপজেলায় পথসভাকে ঘিরে সবচেয়ে বড় আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। 

নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জানান, এখানে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটানোর প্রস্তুতি চলছে। নিরাপত্তা, শৃঙ্খলা ও যানবাহন নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক দলসহ দলীয় কর্মীরা মাঠে থাকবে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা যৌথভাবে একাধিক প্রস্তুতি সভা করেছেন। এসব সভায় পথসভাগুলোকে সফল করতে করণীয়, জনসংযোগ এবং সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়।

নেতারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই পথসভা নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ঘটবে।