বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দেশে দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী না.গঞ্জ-৪ আসনে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৯, ২১ জানুয়ারি ২০২৬

দেশে দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী না.গঞ্জ-৪ আসনে

প্রতীকী ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ আসনে মোট ১৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন, যা ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন ঢাকা-১২ আসনে, যেখানে মোট ১৫ জন প্রার্থী রয়েছেন। এর পরই রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসন, যেখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর জোট প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই এলাকায় ভোটার সংখ্যা তুলনামূলক বেশি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। ফলে এখানে প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই বেশ জমে ওঠে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেশি সংখ্যক প্রার্থী থাকায় ভোট বিভাজনের সম্ভাবনাও রয়েছে। এতে নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত কোন দিকে যায়, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহল বাড়ছে।

প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে মাঠে নামতে শুরু করেছেন। পোস্টার, ব্যানার ও গণসংযোগে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। আগামী দিনগুলোতে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী উত্তাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।