শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তরুণ নিহত, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৭, ৮ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তরুণ নিহত, আহত ৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রায়াতুল ইসলাম রবি (২১) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ঘটনায় নিহত তরুণটির বন্ধুসহ অন্তত চারজন আহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানেলপাড়স্থ ১০ পাইপ কোবা মসজিদ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

​নিহত তরুণ রায়াতুল ইসলাম রবি মিজমিজি পাগলাবাড়ি এলাকার মো. ফারুকের ছেলে এবং নাসিক ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ​আহতদের মধ্যে নিহতের দুই বন্ধু হাবিব ও বিজয়-এর নাম জানা গেছে। তবে অপর আহত দম্পতি ও তাদের শিশু সন্তানের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদারদের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ।

​নিহত রবির বন্ধু হাবিবুর রহমান জানান, তারা জালকুড়ির দিকে যাওয়ার পথে একসঙ্গে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

তিনি বলেন, নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে চালাচ্ছিল এবং অপর পাশ থেকে এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ফেরার পথে এই সংঘর্ষ ঘটে।

​ঘটনাস্থলের সামনের দোকানি মিলন জানান, যে তরুণটি মারা গেছে, সে এবং তার আরেক বন্ধু পাল্লা দিয়ে খুব দ্রুত গতিতে আসছিল। একই সময় জালকুড়ির দিক থেকে একটি শিশুকে নিয়ে এক দম্পতি ফিরছিলেন। গতি বেশি থাকায় হয়তো মারা যাওয়া ছেলেটা কন্ট্রোল করতে পারেনি।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। ঘটনা হওয়া দুটি মোটরসাইকেল আমাদের হেফাজতে আছে। অপর গাড়ির দম্পতির খোঁজ মেলেনি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে আহত ও নিখোঁজদের পরিচয় জানার চেষ্টা করছি।