শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ০০:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

ভাষা শহীদদের স্মরণ করতে হাজার হাজার মানুষের ঢল

নারায়ণগঞ্জে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শ্রদ্ধাভরে ভাষা শহীদদের স্মরণ করতে সর্বস্তরের হাজার হাজার মানুষের ঢল নেমেছে। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ১ মিনিটের আগেই শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেতে উপস্থিত হয় হাজার হাজার মানুষ। মানুষের ঢল নেমে শহীদ মিনারের আশেপাশের সড়কগুলোতে মিছিলসহ লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে সকলকে। 

প্রথম প্রহরে জেলা প্রশাসক মাহুমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। 

এর আগে ফুলে দিতে শহীদ মিনারে হাজির হন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, স্কুল কলেজ, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয় শহীদ মিনার। 
এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংগঠনের নেতৃবৃন্দরা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের। এসময় হাজার হাজার মানুষের ঢল নামে ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানাতে।