শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদে না.গঞ্জের হাসপাতালগুলোতে রোগীদের জন্য বিশেষ খাবার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৮, ১৭ জুন ২০২৪

ঈদে না.গঞ্জের হাসপাতালগুলোতে রোগীদের জন্য বিশেষ খাবার

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জেলার সরকারি হাসপাতালগুলোতে জরুরি বিভাগ সচল থাকাসহ রোস্টারিং করে মেডিকেল টিম দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৭ জুন) জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান ও ৩শ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার এ তথ্য জানান।

ঈদ উপলক্ষ্যে জেলাজুড়ে সরকারি হাসপাতালগুলোতে বিশেষ খাবার দেয়া হয় চিকিৎসাধীন রোগীদের। বিশেষ খাবারের মধ্যে রয়েছে সকালে সেমাই ও পাউরুটি, দুপুরে পোলাও, রোস্ট, আপেল ও মিষ্টি, রাতে পোলাও ও মুরগির মাংসের ভূনা।

জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, আমাদের জেলাজুড়ে সকল সরকারি হাসপাতালে ঈদ উপলক্ষ্যে রোগীরা বিশেষ খাবার পাচ্ছে। ঈদকে ঘিরে আমাদের চিকিৎসা সেবা সার্বক্ষনিক সচল থাকবে। হাসপাতালগুলোতে জরুরি বিভাগ চালু থাকার পাশাপাশি চিকিৎসকরাও রোস্টারিং করে দায়িত্ব পালন করবেন।

খানপুর ৩শ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, আমরা রোগীদের বিশেষ খাবার দিয়েছি। আমাদের জরুরি বিভাগ চালু থাকার পাশাপাশি চিকিৎসকরাও দায়িত্ব পালন করবেন।