শুক্রবার, ২৩ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহরে বাড়ছে অস্থায়ী খাবারের দোকান, মান নিয়ে শঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩১, ২২ মে ২০২৫

শহরে বাড়ছে অস্থায়ী খাবারের দোকান, মান নিয়ে শঙ্কা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরে যত্রতত্র খাবারের দোকান গড়ে উঠেছে। এসকল দোকানের খাবারের মান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এসকল খাবার মানুষের অসুস্থতার অন্যতম কারণ।

নারায়ণগঞ্জ শহরের বেশিরভাগ ফুডকোর্ট সড়কের পাশে। এসকল দোকানে সারাদিনই খাবারে ধুলাবালি উড়ে আসতে থাকে। এসকল খাবারই ক্রেতাদের সরবরাহ করেন দোকানদারেরা।

শহরের চাষাঢ়া শহীদ মিনার এলাকা ও বালুরমাঠ এলাকা ঘুরে দেখা যায় সড়কের পাশেই সারি সারি দোকান। রাস্তার পাশেই কাঁচের বেড়ায় খোলামেলা পরিবেশে খাবার তৈরি করছেন দোকানদারেরা। রাস্তার ধারে বসেই খাবার খাচ্ছেন ক্রেতারা। রাস্তার ধুলা ময়লায় এসকল খাবার মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে।

চিকিৎসকরা জানান, রাস্তার পাশের এসকল খোলা খাবার গ্রহণের ফলে ডায়রিয়া, আমাশয় ও কলেরার মত রোগ হয়। এ ছাড়াও লিভার, ফুসফুস ও ব্রেনের জটিল রোগ হতে পারে।