
জেলা যুবদলের প্রস্তুতি সভা
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেছেন, আমাদের অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হচ্ছে। তাই দলের বৃহত্তর স্বার্থে আমাদের একসাথে কাজ করতে হবে। আমি আপনাদের সকলকে নিয়েই রাজপথে থাকতে চাই।
বুধবার (২১ মে) ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৮ মে সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আমাদের অনুষ্ঠানটা স্বার্থক করতে হলে কর্মসূচির শেষ পর্যন্ত থাকতে হবে। আমি আশা করবো প্রতিটি নেতাকর্মীদের আপনারা সেভাবে নির্দেশনা দিবেন।
তিনি আরো বলেন, সমাবেশটি অতীতের যেকোন সমাবেশের চেয়ে বড় জনসমুদ্র হবে। আমাদের নেতা তারেক রহমান ঢাকা বিভাগের কর্মসূচিতে বক্তব্য রাখবেন। নারায়ণগঞ্জ ঢাকার চারদিকে ঘেরা। আমরা হেঁটে গেলেও এক ঘন্টায় ঢাকা যেতে পারবো। রূপগঞ্জ, ফতুল্লা ঢাকার অতি নিকটে। আমাদের যথাসময়ে সেখানে পৌঁছাতে হবে।
আমাদের মিছিলে টুপি থাকবে। সেখানে লেখা থাকবে নারায়ণগঞ্জ জেলা যুবদল। কোন নেতার নাম বা ছবি থাকবে না। আমাদের তিনজনের নেতৃত্বে যুবদলের সমাবেশে ঢাকার সমাবেশে জেলা যুবদলের নেতাকর্মীরা ঢাকা যাবে।