
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে শব্দ দূষণ বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দ দূষণকারী সাতটি যানবাহনকে সতের হাজার পাঁচশ’ টাকা জরিমানা করে আদায় করা হয়। এসময় ৬টি হর্ন মেশিন জব্দ করা হয়।
বুধবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্ব নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি দল সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন।