শুক্রবার, ২৩ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বেঈমান জয় বাংলা বলে, সে মেয়র হয়েছে বিএনপির সমর্থনে : পল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৪, ২১ মে ২০২৫

বেঈমান জয় বাংলা বলে, সে মেয়র হয়েছে বিএনপির সমর্থনে : পল

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল বলেছেন, নারায়ণগঞ্জে কিছু বেইমান আজ জয় বাংলা বলে। সে মেয়র হয়েছে বিএনপির সমর্থনে। এদের শক্ত হাতে দমন করতে হবে। পাঁচ আগষ্টের পর বিচার কী হয়েছে? এসপি ও ডিসিদের বদলি হয়েছে। গত ১৭ বছর লুটপাটকে শিল্পে রুপান্তরিত করেছিল। প্রশাসনের কিছু সদস্য এখানে ছিল, খেলোয়াড়, শিল্পীরাও ছিল। তারা কিন্তু শিল্পী, খেলোয়ার ঠিকই ছিল কিন্তু তারা লুটপাটে জড়িয়ে গিয়েছিল। তারা হাজার কোটি টাকা পাচার করেছে।

বুধবার (২১ মে) ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৮ মে সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রস্তুতি সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমাদের উপর হামলা, মামলা, নির্যাতন করা হয়েছে। শাওনকে পাখির মত গুলি করে মারা হয়েছে। জুলাই আন্দোলনে প্রায় ১৬০০ মানুষকে হত্যা করেছে। কোন দেশে যুদ্ধ ছাড়া এত মানুষ হত্যা করা হয় না।

বেগম খালেদা জিয়া বলেছিলেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তাকে বলেছিল বিদেশ চলে যান, আপনি ছেলেদের নিয়ে রাজার হালে থাকবেন। তিনি বলেছেন, দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই। তিনি আপোষ করেননি। আর আজকে নির্বাচনের কথা বললে আমাদের অপরাধী মনে করা হয়। 

আমরাও সংস্কার চাই। তারেক রহমান ৩১ দফা দিয়েছে, তিনি বলেছেন এর বাইরে সংস্কার প্রয়োজন হলে সেটাও আমরা করবো। দেশে সংস্কার কী হয়েছে? আমরা গত ১৭ বছর দৃশ্যমান শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। আজ আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি।