শুক্রবার, ২৩ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৮, ২২ মে ২০২৫

নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

ফাইল ছবি

বকেয়া বেতন, ঈদ বোনাস ও আইনানুগ সব পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিটি কম্পোজিট মিলস লিমিটেডের শ্রমিকরা। আজ বুধবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল এলাকায় অবস্থিত আমানা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিটি কম্পোজিট মিলস লিমিটেড গত মার্চ মাসে হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর থেকেই শ্রমিকরা বেতন, ভাতা ও ঈদ বোনাসসহ সব ধরনের পাওনা না পেয়ে চরম সংকটে পড়েন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিটি কম্পোজিটের শ্রমিক জানে আলম। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম.এ. শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক নূর ইসলাম আক্তার ও শ্রমিক মো. শাহীনসহ আরো কয়েকজন।

এ সময় শ্রমিক নেতারা বলেন, মালিকপক্ষ কোনো ধরনের পূর্ব ঘোষণা বা আইনগত প্রক্রিয়া ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে দিয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধ না করায় তারা পরিবার নিয়ে চরম দুর্দশার মধ্যে রয়েছেন। ঘর ভাড়ার টাকা না দিতে পারায় বাড়িওয়ালার অপমান, দোকানিদের দেনার কারণে লাঞ্ছনা—এসবই এখন তাদের প্রতিদিনের বাস্তবতা।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ শ্রমিকদের হয়রানি করছে ও পাওনা পরিশোধে টালবাহানা করছে। সংকট সমাধানে কলকারখানা অধিদপ্তরে অভিযোগ দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি সরকারি দপ্তরকেও কারখানার মালিক গুরুত্ব দিচ্ছেন না বলে দাবি করছেন শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকদের সংকট দ্রুত সমাধান করতে হবে। মালিকদের সংগঠন বিকেএমইএ ও সরকারের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। ঈদের আগেই সব শ্রমিকের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের আল্টিমেটাম দেন শ্রমিক নেতারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।