
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা ঢাকার রাজনীতিতে সক্রিয় হয়েছেন। সাম্প্রতিক সময়ে ঢাকায় তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মিছিল করতে দেখা গেছে। সোনারগাঁয়ে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে খোকার বিরুদ্ধে।
২০১৪ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে এমপি নির্বাচিত হন খোকা। জাতীয় পার্টির রাজনীতি করলেও ওসমান পরিবারের অনুসারী হিসেবে পরিচিত তিনি।
জাতীয় পার্টির প্রয়াত প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের কর্মী ছিলেন খোকা। ওসমান পরিবারের আশীর্বাদে ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে বিনা ভোটে এমপি হন খোকা।
২০২৪ সালের পাঁচ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও সাবেক এমপিরা পালিয়ে গেলেও এখনও বহাল তবিয়তে আছেন লিয়াকত হোসেন খোকা।
মামলায় অভিযুক্ত হওয়ায় পাঁচ আগষ্টের পর থেকে সোনারগাঁয়ে প্রকাশ্যে দেখা যায়নি খোকাকে। সোনারগাঁয়ে মামলার আসামি হওয়ায় ঢাকায় রাজনীতিতে প্রতিষ্ঠিত হচ্ছেন খোকা। ইতিমধ্যে ঢাকায় জাতীয় পার্টির বেশ কয়েকটি মিছিলে সামনের সারিতে দেখা গেছে খোকাকে।