শুক্রবার, ২৩ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ সিটি করপোরেশনে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৬, ২১ মে ২০২৫

না.গঞ্জ সিটি করপোরেশনে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলার ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিরব প্রকাশ রুবেল, জিসান, দেলোয়ার ও মোঃ পাপ্পু।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, নগর ভবনে হামলার ঘটনায় ছবি ও ভিডিও ফুটেজ দেখে আমরা আসামিদের শনাক্ত করছি। গতকাল রাতে অভিযান চালিয়ে একজনকে এবং আজকে তিনজনসহ মোট চারজনকে আমরা এই পর্যন্ত গ্রেপ্তার করেছি।

এর আগে গত ১২ মে শহরে অবাধে প্রবেশের দাবীতে আন্দোলনের এক পর্যায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলা দেশীয় অস্ত্রসহ হামলা চালায় অটোরিকশা চালকেরা। এঘটনায় সিটি করপোরেশনের কর্মকর্তাসহ অন্তত আট জন আহত হন।