
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জে কোটা আন্দোলনের পেছনে কারা ছিল। আমরা নিজেরা মাঠে ছিলাম। প্রতিটি আন্দোলনের পেছন থেকে আমরা সমর্থন দিয়েছি।
বুধবার (২১ মে) ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৮ মে'র সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিমি আরো বলেন, যারা নারায়ণগঞ্জে কোটা আন্দোলনের সমন্বয়ক ছিল তারা বলতে পারবে তাদের আমরা কীভাবে সহযোগিতা করেছি। তারা জানে আমাদের কীভাবে সাপোর্ট দিয়েছি।
তিনি বলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল প্রস্তুত আছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে এই কর্মসূচি সফল করতে কাজ করবো।