
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, গ্রীন এন্ড ক্লীন নারায়ণগঞ্জ এখন নারায়ণগঞ্জবাসী কর্মসূচি। মানুষ এটির সাথে সম্পৃক্ত হচ্ছে। আমরা যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি নারায়ণগঞ্জ সবুজায়নের শহর হবেই বলে আমি আশা করছি। আমাদের দায়িত্বশীল নাগরিকের মত আচরণ করতে হবে।
বৃহস্পতিবার (২২ মে) নারায়ণগঞ্জ কলেজে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা গ্রীন এন্ড ক্লীন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় সিদ্ধান্ত নিয়েছি এক লক্ষ গাছ রোপন করবো। কিন্তু জায়গা পাওয়া বেশ মুশকিল। আজকে নারায়ণগঞ্জের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ছাদ বাগানের কার্যক্রম হাতে নিয়েছি। সেজন্য আমি সকলকে স্বাগত জানাচ্ছি।
নারায়ণগঞ্জের এখন যে অবস্থা। আমাদের যে পপুলেশন যে ঘনবসতি। আবাসন প্রকল্পগুলো যেভাবে হচ্ছে। সেখানে ভবিষ্যতে প্রকল্পগুলো যদি ভিজিবিলিটি স্টাডি করে না নেয়া হয় তাহলে পরবর্তীতে ভোগান্তি পোহাতে হবে। স্যার বলেছেন আগামীতে যে প্রকল্প করা হবে সেখানে যেন জেলা প্রশাসনের সাথে আলোচনা করে নেয়া হয়।
আমরা একটি সুন্দর ও সবুজ নারায়ণগঞ্জ দেখতে চাই৷ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা চ্যালেঞ্জ। আমরা এসকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সবুজ নারায়ণগঞ্জ গড়বো।