শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এবার আর বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচন হবে না : টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৬, ২১ মে ২০২৫

এবার আর বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচন হবে না : টিপু

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আপনাদের ধৈর্য্য থাকতে হবে। সকলের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে। পাঁচ আগষ্টের পর আমরা একটা নির্বাচন করেছিলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় যেন ফ্যাসিস্টরা না আসতে পারে। এবার আর বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচন হবে না। গতবার আমরা অঙ্গীকার করেছিলাম, যারা নির্বাচিত তারা দ্বিতীয় বার নির্বাচন করবে না। আপনারা আপনাদের অঙ্গীকার রক্ষা করবেন।

বুধবার (২১ মে) নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আইনজীবী সমিতির নির্বাচন করতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই। আইনজীবী ফোরামের নির্বাচন আসলে যারা ভোট বিক্রি করেন তাদের প্রশ্ন করতে চাই, বিবেক থাকলে আপনারা কীভাবে ভোট বিক্রি করেন? বিগত নির্বাচনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে কারা ভোট বিক্রি করেন।

তিনি বলেন, বিগত সাত বছর বা দশ বছর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যারা ছিলেন আন্দোলন সংগ্রাম করেছেন, যারা মামলায় আসামি হয়েছেন তাদের অবমূল্যায়ন করা যাবে না।