শুক্রবার, ২৩ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে অনুমোদনহীন ৫ ভবনের নির্মাণ কাজ বন্ধ করল রাজউক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৪, ২১ মে ২০২৫

রূপগঞ্জে অনুমোদনহীন ৫ ভবনের নির্মাণ কাজ বন্ধ করল রাজউক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন পাঁচটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (২১ মে) দুপুরে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এর মধ্যে চারটি ভবনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নসহ বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি বহুতল ভবনের দুটি ফ্লোরের আংশিক ভেঙে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, ‘ভবনগুলো নির্মাণে পৌরসভার অনুমোদন থাকলেও রাজউকের কোনো অনুমোদন কেউ দেখাতে পারেননি। এ ছাড়া নির্মাণ কাজে পৌরসভার নকশাও মানা হয়নি। সেই নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ কাজ করা হচ্ছে। যে কারণে সবগুলো ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তবে ভবন মালিকদের কাউকে উপস্থিত না পাওয়ায় আর্থিক জরিমানা করা সম্ভব হয়নি।’

রাজউকের অনুমোদন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।