শুক্রবার, ২৩ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

২৮ তারিখ তারুণ্যের গণজোয়ার সৃষ্টি হবে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০২, ২১ মে ২০২৫

২৮ তারিখ তারুণ্যের গণজোয়ার সৃষ্টি হবে

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল বলেছেন, আপনারা প্রস্তুতি নিন। চট্টগ্রামে যে তারুণ্যের গণজোয়ার সৃষ্টি হয়েছে, খুলনায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ঢাকায়ও সেইরকম তারুণ্যের গণজোয়ার সৃষ্টি হবে।

বুধবার (২১ মে) ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৮ মে সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আপনারা আজকের সভার পর প্রতিটি থানা পর্যায়ে প্রস্তুতি সভা করবেন। থানার পরে ইউনিয়ন এবং পরে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করবেন। ঢাকায় তারুণ্যের সমাবেশে আপনারা সর্বাত্মক সহযোগীতা করবেন। 

তিনি আরো বলেন, আমরা এই সমাবেশের মাধ্যমে একটা ঢেউ তুলতে চাই। যারা মনে করছে তরুণ সমাজ তাদের সম্পত্তি, তাদের বুঝিয়ে দিতে চাই বাংলাদেশের যুব সমাজ ও তরুণ সমাজ আমাদের সাথে আছে।

আপনারা বিগত আন্দোলনে যে শ্রম দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং আমরাও এটা সবসময় স্মরণ করি। ২৮ তারিখের সমাবেশ সফল করতে আপনারা সর্বোচ্চটা দিবেন বলে আমরা আশাবাদী। 

বিভাগীয় সমাবেশগুলোতে মূল দলের নেতৃবৃন্দরাও সহযোগিতা করবে। ঢাকার কর্মসূচিতেও আপনারা স্থানীয় বিএনপি নেতাদের সাহায্য নিবেন। আমি আশা করি তারা নিজেরাও উপস্থিত থাকবেন। বিশেষ করে আমাদের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের সহযোগিতা আপনারা নেবেন। আমাদের জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিপু ভূঁইয়া, কাজী মনির সাহেব, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ সকলে আপনাদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, এটি আমাদের অস্তিত্বের লড়াই। সারা বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় যেতেন। আমরা গ্রুপ কলে যখন ডেকেছি তখনও আপনারা গিয়েছেন। আমাদের এটা বলার পেছনে এটার গুরুত্ব আপনাদের বোঝানো মূল লক্ষ্য। আমাদের এই জায়গায় এমন কেউ নেই যে বিগত আন্দোলনে গুলিবিদ্ধ হয়নি। আমাদের উপর হামলা হয়েছে মামলা হয়েছে, জুলুম নির্যাতন হয়েছে। তবুও আমরা দল ছেড়ে যাইনি।