
ফাইল ছবি
নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে দায়েরকৃত দুই হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। অপর আরেক মামলায় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আগামী ২৫ মে রিমান্ড শুনানির দিন ধার্য করে আদালত।
বুধবার (২১ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আলী হায়দারের আদালত এ আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে তিনটি মামলায় মধ্যে দুটি মামালায় আইনজীবীরা জামিন আবেদন করেছিল। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
তিনি আরো বলেন, অপর একটি মামলার জামিম আবেদনের শুনানির দিন আগামী ২৭ মে দিয়েছেন আদালত। একই মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
এর আগে গত ৫ মে গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানী শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
পরবর্তীতে গত ১৭ মে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলাসহ দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত।