
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদন ছাড়া পোড়া ও নিম্নমানের লুব্রিকেন্ট থেকে দেশী বিদেশী বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের লুব্রিকেন্ট তৈরী করা মেসার্স ঢাকা লুব লিমিটেড ও মেসার্স এ্যারাবিয়ান মেশিন ওয়েল লিমিটেড নামে দুই কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ মে) দিনব্যাপী বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে উপজেলার বানিয়াদী ও ভুলতা গাউছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেসার্স ঢাকা লুব লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা ও মেসার্স এ্যারাবিয়ান মেশিন ওয়েল লিমিটেড কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার বানীয়াদি এলাকার মেসার্স ঢাকা লুব ওয়েল লিঃ প্রতিষ্ঠানে অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া ইঞ্জিন অয়েল পণ্য বিক্রয় ও বিতরণ করায় প্রতিষ্ঠানটিকে টাকা ৫০ হাজার জরিমানা করা হয়। অপরদিকে, ভুলতা গাউছিয়া এলাকায় অনুমোদন না নিয়ে বাজারের প্রায় ৫০ শতাংশ ভেজাল মবিলই তৈরি করছে মেসার্স ঢাকা লুব অয়েল লিমিটেড এবং মেসার্স এ্যরাবিয়ান লুব লিমিটেড। এ কারণে এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম বলেন, প্রতিষ্ঠান দুইটি গাড়ির ভেজাল মবিল তৈরি করে দামি দামি নামে ব্রান্ডিং করে বিএসটিআই অনুমোদন ছারা বাজারে বিক্রয় করে, উক্ত প্রতিষ্ঠান দুইটি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে "ব্যাবহৃত লুব্রিকেন্ট অয়েল রি-রিফাইনিং প্ল্যান্ট স্থাপন নীতিমালার-২০১৯" অমান্য করে নিবন্ধন না নিয়ে, নেই পরিবেশের ছাড়পত্র, ফায়ার লাইসেন্স শুধু মাত্র ট্রেড লাইসেন্স দিয়ে মবিল তৈরির কারখানা পরিচলান করে আসছে। প্রতিষ্ঠা দুইটি গাড়ির পুরাতন টায়ার, প্লাস্টিক এর দানা, পোড়া মবিল, কেরোসিন তেল ও একধরনের রিফাইনিং মেডিসিন একত্রে হিট দিয়ে তৈরি করছে ভেজাল মবিল। এতে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশে নস্ট হচ্ছে ভেজাল মবিলের কারনে যে কোনো গাড়ি যে কোনো সময় বিস্ফোরণেরও শঙ্কা রয়েছে। নকল-ভেজাল মবিলে সারা দেশ ছেয়ে গেছে।