
জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত
নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় একজন দালালকে আটক ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৪ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে হাসপাতালে রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে অবৈধ কার্যক্রমে লিপ্ত এক দালালকে হাতেনাতে আটক করা হয়।
এসময় আটককৃত সেই দালালকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে তাকে হাসপাতালে বা আশপাশের এলাকায় দেখা গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।