ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলে রয়েল টোবাকো কোম্পানিতে অভিযান চালিয়েছে র্যাব-১১ ও নরসিংদী কাস্টমস্ একসাইজ ও ভ্যাট। এসময় কোম্পানির মালিককে দুই লক্ষ টাকা জরিমানা এবং এক মাসের কারাদন্ড দেয়া হয়।
সোমবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
সাজাপ্রাপ্ত ব্যাক্তি হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত মকবুল আলী হাওলাদারের ছেলে মোঃ মহারাজ হোসেন (৫২)।
র্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, রয়েল টোবাকো কোম্পানি রয়েল টোবাকো সিগারেট তৈরি করে আসছিল। পাশাপাশি সিগারেটের গায়ে পুরানো ট্যাক্স লেভেল লাগিয়ে বাজারজাত করতো যা পূর্বের ব্যবহৃত কোন সিগারেটের প্যাকেট হতে তুলে এনে লাগানো হয়। উক্ত কোম্পানির অসৎ লোকেরা অসৎ উদ্দেশ্যে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পুরানো ট্যাক্স লেভেল লাগিয়ে সিগারেট বাজারজাত করে আসছে। সরকারের আদেশ অমান্য করে প্রতিষ্ঠানটি প্রতি নিয়ত সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পুরানো ট্যাক্স লেভেল লাগানো সিগারেট বাজারজাত করে আসছিল।

