ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সত্তর পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার জমসের আলীর ছেলে মোঃ আব্দুল কাইয়ুম (৩২)।
এর আগে দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় একজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ স্থানীয় জনগণ মারধর করে পুলিশে সোপর্দ করে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য রাখায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

