বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সমমনা ইসলামী দলের এমপি প্রার্থীদের মতবিনিময় 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫২, ২৯ অক্টোবর ২০২৫

সমমনা ইসলামী দলের এমপি প্রার্থীদের মতবিনিময় 

মতবিনিময় সভা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-চরমোনাই-মজলিস সহ সমমনা ইসলামী দলসমূহের ঐক্যকে সুদৃঢ় করতে সমমনা দলসমূহ মনোনীত এমপি প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় সবার মাঝে সৌহার্দপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল এবং মতবিনিময় হয়। সভায় নেতৃবৃন্দ- সমঝোতার ভিত্তিতে কেন্দ্র থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা পর্যন্ত প্রার্থীগণ নিজ নিজ দলের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালানো, একদলের প্রার্থী কর্তৃক অন্যদলের প্রার্থীর বিরুদ্ধে সমালোচনা থেকে বিরত থাকা, ইসলামী দলসমূহের ভোট একবাক্সে আনা ও শক্তিশালী ঐক্যের ব্যাপারে নিজ নিজ দলের কেন্দ্রের কাছে আবেদন জানানো এবং সমঝোতার ভিত্তিতে কেন্দ্র থেকে যাকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে, তাঁকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় স্থানীয়ভাবে এই ঐক্যকে সুদৃঢ় করতে আগামীতে আরো বড় পরিসরে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা মুঈনুদ্দিন আহমদ, ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার, খেলাফত মজলিসের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।

এছাড়াও নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতী মামুনুর রশীদ, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহানগর সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি মুহাম্মদ নূরে আলম, আবু সাঈদ, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জামায়াতে ইসলামীর মহানগর সহকারী সেক্রেটারি এইচএম নাসিরুদ্দিন।