মাওলানা আবদুল জব্বার
আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন আমরা আওয়ামীলীগের মতো আর কোন ফ্যাসিস্ট দেখতে চাইনা।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল এবং সমাবেশে আবদুল জব্বার আরো বলেন, সোমবার এক সমাবেশে বক্তব্যে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, "আপনারা জানেন ১৭ বছর নারায়ণগঞ্জের মাটিতে সন্ত্রাসী শামীম ওসমান ও তার পরিবার যে জুলুম নির্যাতন করেছে।অন্যায়,অত্যাচার এবং ত্বকি হত্যা কারা করেছে আপনারা জানেন। এখনো পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি।"
জুলাই সনদ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই সনদের মাধ্যমে 'পিআর পদ্ধতিতে নির্বাচনের যে ৫ দফা দাবি', তা কেবল জামায়াতে ইসলামীর দাবি নয়, বরং "সারা বাংলাদেশের দাবি।"প্রশাসনকে উদ্দেশ্য করে আগামী নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, জাতীয় পার্টি এবং যারা আওয়ামী দোসর তাদেরকে নির্বাচনে বয়কট করতে হবে। যেকোনো আন্দোলনে জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আওয়ামী ফ্যাসিস্টের মতো আর কোনো দল মাথা চাঁড়া দিয়ে দাড়াতে পারবেনা।

