ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। আইভী কারাগারে থাকলেও তার পক্ষে এডমিনরা পেইজটি পরিচালনা করছেন।
সাম্প্রতিক সময়ে আইভীর পেইজটি থেকে বিভিন্ন রকমের পোস্ট দেয়া হচ্ছে।
সর্বশেষ মঙ্গলবার (২৮ অক্টোবর) আইভীর পেইজ থেকে ইসমাইল চৌধুরী সম্রাটকে নিয়ে পোস্ট দেয়া হয়েছে।
এসময় পোস্টে বলা হয় ঢাকা মহানগর যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়।
এছাড়াও পেইজটিতে প্রতিনিয়তই আওয়ামী লীগের নানান রকমের কর্মসূচি ও আইভীর পুরাতন ভিডিও নিয়মিত প্রচারিত হচ্ছে।

