বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৯, ২৯ অক্টোবর ২০২৫

৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

মাদক ব্যাবসায়ী

গাজীপুর জেলার পূবাইল এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১। এর আগে গাজীপুর জেলার পুবাইল থানার মীরের বাজার এলাকায় চেকপোস্টে তল্লাশী চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মৃত আকবর আলীর ছেলে মো: কুদ্দুস (৩৯) ও একই এলাকার কালু মিয়ার ছেলে মোঃ জুম্মান মিয়া (২৭)।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার এলাকা দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য আনয়ন করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।