সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বক্তাবলী কোন সমাবেশে এত নারী ভোটারের উপস্থিতি বিরল!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪০, ২৭ অক্টোবর ২০২৫

বক্তাবলী কোন সমাবেশে এত নারী ভোটারের উপস্থিতি বিরল!

নারী সমাবেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নারী সমাবেশে নারীদের অভূতপূর্ব উপস্থিতি দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এমন বিপুলসংখ্যক নারী ভোটারের সমাগমকে সাম্প্রতিক সময়ে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (২৭ অক্টোবর) দুপুরে এই সমাবেশ ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুকুল ইসলাম রাজীব। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারীরা সমাবেশস্থলে জড়ো হন। এসময় অডিটোরিয়ামে স্লোগান, করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। 

এসময় রাজীব বলেন, আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। কারণ তিনি আমার আপনার কথা চিন্তা করে এত নির্যাতন সহ্য করেছেন। তিনি যদি আপোষ করতেন, নিজে একটু ভাল থাকতে চাইতেন তাহলে তার এত কষ্ট করতে হত না।

রাজীব বলেন, আল্লাহর কাছে দেয়া করি আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেন এই বক্তাবলীবাসীর পাশে থেকে কিছু করতে পারি তাহলে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো।

এসময় সমাবেশে আসা নারীদের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা ও ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এতে বিএনপির প্রতি সাধারণ নারীদের আস্থা ও সম্পৃক্ততা দিন দিন বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়াও রাজীবের জনপ্রিয়তার প্রমান তুলে ধরেছেন নারীরা।