সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দা কুমড়ার সম্পর্ক বদলে গেল মুহুর্তে!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২০, ২৭ অক্টোবর ২০২৫

দা কুমড়ার সম্পর্ক বদলে গেল মুহুর্তে!

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালী

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীতে এক কাতারে দেখা গেছে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদকে। এসময় দুজনকে কুশল বিনিময় করতে ও কথা বলতে দেখা গেছে। 

সোমবার (২৭ অক্টোবর) শহরের খানপুর এলাকা থেকে এই র‍্যালী শুরু হয়।

র‍্যালীর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পাশাপাশি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ। 

এর আগে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি মনোনয়ন চাওয়ার ঘোষণা দেয়ার পর থেকেই টিপুর সাথে বাকযুদ্ধ চলছিল মাসুদুজ্জামানের। বিভিন্ন সভা সমাবেশে একে অপরকে আক্রমন করে বক্তব্য দিতেন তারা। তবে দৃশ্যপট বদলে যায় গুলশানে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের পর থেকে।

জানা যায়, সাক্ষাৎকারে মনোনয়নকে ঘিরে নেতাকর্মীদের পরস্পর বিরোধ ও বাকযুদ্ধে জড়ানোর ঘটনায় উষ্মা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এসময় নেতাদের শালীনতা বজায় রাখতে কঠোর নির্দেশনা দেন নেতারা। 

তৃণমূল নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের নির্দেশের পর নিজেদের সংযত করেছেন বিএনপি নেতারা। তারই প্রতিচ্ছবি দেখা গেছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে।