বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গডফাদার শামীম ওসমান সহ সকল দোসরদের আইনের আওতায় আনতে হবে: আবদুল জব্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৬, ২৮ অক্টোবর ২০২৫

গডফাদার শামীম ওসমান সহ সকল দোসরদের আইনের আওতায় আনতে হবে: আবদুল জব্বার 

মাওলানা আবদুল জব্বার

ঐতিহাসিক ২৮ অক্টোবর, ২০০৬-এর লগি বৈঠার তান্ডবে শহীদদের রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন আওয়ামী সরকারের লগি বৈঠার নৃশংসতা এবং শহীদদের হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ৩ ঘটিকায় শহরের হোসিয়ারি সমিতি ভবনে আয়োজিত এই আলোচনা সভা ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে শেষ হয়।

এসময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার আরো বলেন,"পল্টন ট্রাজেডি সহ সারাদেশে আওয়ামী সরকারের যে লগি বৈঠার হত্যাকান্ড সংঘটিত হয়েছিল, ২৮ অক্টোবর ২০০৬ সালে যে ঘটনা ঘটিয়েছিল, এটা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা।" তিনি অভিযোগ করেন, সেই সময় তারা "মায়ের হাসি কেড়ে নিয়েছিল" এবং "পুরো বাংলাদেশকে তারা বৃহৎ কারাগারে পরিণত করেছিল।"

তিনি আরও বলেন, "সিদ্দিরগঞ্জে শহীদ ফয়সালকে যারা হত্যা করেছিল, আমরা নতুন করে মামলা করে শামীম ওসমান সহ যারা দেশে বিদেশে যেখানেই থাকুক তাদেরকে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই।"

ইসলামী আন্দোলন করার কারণে আমরা অনেক জুলুম-নির্যাতন সহ্য করেছি এবং "ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে এদেশের সকল মানুষ মিলে তাড়িয়েছি" বলেও তিনি উল্লেখ করেন।

মাওলানা আবদুল জব্বার আরও বলেন, "সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশে আবার হাসিনা ফিরে আসবে। তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। সুতরাং এদেশে আর হাসিনাকে ফিরিয়ে আনার পায়তারা করলে আমাদের সম্মিলিতভাবে রুখতে হবে।" তিনি বলেন, "অক্টোবর ভুলে গেলে চলবো না, এর চুড়ান্ত ফলাফল আমরা '২৪ এর ৫ আগস্টে' পেয়েছি।"