শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইট দিয়ে নিরাপত্তা প্রহরীকে হত্যা, অন্যতম আসামি অপু গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৯, ২৪ অক্টোবর ২০২৫

ইট দিয়ে নিরাপত্তা প্রহরীকে হত্যা, অন্যতম আসামি অপু গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের খানপুরে বাড়ির নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে ইট দিয়ে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি অপুকে (২৫) পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১। এর আগে গত ২৩ অক্টোবর পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন বলিপাড়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত আসামি অপু (২৫) নারায়ণগঞ্জ শহরের মহসিন ক্লাব গলি এলাকার হিরার ছেলে।

এর আগে গত ২০ অক্টোবর দুপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত এজাহারনামীয় ০৯ নং আসামি অপুসহ আরো ১০/১২ জন লোক আবু হানিফকে তার বাসা জিতু ভিলা থেকে ডেকে নিয়ে প্রথমে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে ডেকে নিয়ে মারধর করে। আনুমানিক সাড়ে বারেটার দিকে সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের সামনে জোড়া ট্যাংকির মাঠের মধ্যে নিয়ে গেলে সেখানে আরো অজ্ঞাতনামা উচ্ছৃংখল জনতা জড়ো হয় সেখানেও তাকে মারধর করা হয়। 

সর্বশেষ সেদিন দুপুর দেড়টার দিকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে অটোতে করে খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে বাউন্ডারী করা খালি জায়গায় নিয়ে উল্লিখিত বিবাদীসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন বিবাদী তাকে ইট দিয়ে এলোপাতারী মারধর, কিল, ঘুষি, লাথি মেরে আবু হানিফের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করলে তার অবস্থা গুরুত্বর হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে বিকেল তিনটার সময় খানপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটায় আবু হানিফ মৃত্যুবরণ করেন। এঘটনায় নিহতের ভাই মো: হযরত আলী (২৬) বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামি অপুকে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।