অ্যাডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমি আপনাদের অনুরোধ করবো যুবদলের যে ঐতিহ্য রয়েছে সেটাকে ধারণ করে যুবদলকে যুবশক্তিতে পরিনত করার জন্য। আগামী নির্বাচনে যুবদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতি সমর্থন দিবেন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আপনারা যুবদলের দর্পনের ডাকে যেভাবে সাড়া দিয়েছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এখানে আরও অনেক নেতৃবৃন্দ রয়েছেন। তাদেরও আমি ধন্যবাদ জানাই।

