সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৭, ২৭ অক্টোবর ২০২৫

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নভেম্বর মাসে গণভোটের আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সোমবার ২৭ অক্টোবর, বিকাল ৪ টায়  নগরীর মিশন পাড়া মোড়ে নারায়ণগঞ্জ জামায়াতের উদ্যােগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যােগে সর্বস্থরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচিতে বক্তারা তাদের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল দ্রুত সময়ের মধ্যে নভেম্বরে গণভোটের আয়োজন করা।

​সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমখানা মন্ডলপাড়া ব্রিজে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 মিছিল চলাকালীন সময়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের কাছে দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অরো কয়েকটি সংগঠনের একই সময় শহরে কর্মসূচি থাকায় প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। তবে, শান্তিপূর্ণভাবে সমাবেশ ও মিছিল শেষ হয়। 

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইন উদ্দিন আহমাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী  মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে উক্ত প্রোগামে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা বিভাগীয় পরিচালক ও ৩ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, মহানগর  সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস সহ জেলা, মহানগরীর কর্মপরিষদ সদস্য  ও থানা আমির, সেক্রেটারি সহ সহস্রাধিক নেতা কর্মী।