ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পলিথিন মজুদ ও বাজারজাতকরণ এর দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা ও ১ হাজার ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১। এর আগে শনিবার রাতে শহরের দিগুবাবুর বাজার এলাকায় র্যাব-১১, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
এসময় অভিযানে সুমন স্টোর ও আব্দুল্লাহ স্টোর নামের দুটি দোকানে অভিযান চালিয়ে সরকার কর্তৃক ঘোষিত অবৈধ পলিথিন মজুদ ও বাজারজাতকরণের জন্য দুইটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা এবং মজুদকৃত ১৪০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া জানান, দিগুবাবুর বাজার এলাকায় সুমন স্টোর, আব্দুল্লাহ স্টোর নামের দুটি দোকানে দীর্ঘদিন যাবৎ সরকার কর্তৃক ঘোষিত অবৈধভাবে পলিথিন মজুদ ও বাজারজাত করে আসছে। নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাতকরণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

