মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশের পুরষ্কার ঘোষণা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৫, ১০ নভেম্বর ২০২৫

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশের পুরষ্কার ঘোষণা 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধারে সহযোগিতায় বিশেষ পুরষ্কারের ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পুলিশ।

এসময় বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য সর্বস্তরের জনগণের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানায় পুলিশ। তথ্য দিয়ে অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে পুরষ্কৃত করার ঘোষণাও দেয়া হয়। 

লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদদের মধ্যে গুলি প্রতি পাঁচশত টাকা, পিস্তল প্রতি পঞ্চাশ হাজার টাকা, শর্টগান প্রতি পঞ্চাশ হাজার টাকা, রাইফেল প্রতি এক লক্ষ টাকা, এসএমজি প্রতি ১ লক্ষ ৫০ হাজার টাকা ও এলএমজি প্রতি ৫ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছে।