ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
শনিবার (৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় গিয়াসউদ্দিন বলেন, আমরা যখন ২০০১ সালে নির্বাচন করি তখন আমাদের মুরুব্বি ছিলেন মতিন চৌধুরী। তিনি বলেছিলেন একটি আসন নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের পাঁচটি আসনেই কাজ করতে হবে। আমরা সেসময় পাঁচটি আসনেই জয়লাভ করেছিলাম।
এ নির্বাচনটি গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জের পাঁচটও আসনেই যেন বিএনপি জয়লাভ করে সেজন্য আমরা কাজ করবো।

