রোববার, ০৯ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গণমিছিলে ধানের শীষের জোয়ার দেখালেন দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪০, ৯ নভেম্বর ২০২৫

গণমিছিলে ধানের শীষের জোয়ার দেখালেন দিপু ভূঁইয়া

গণমিছিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকালে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভুলতা-গোলাকান্দাইল ফ্লাইওভার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মিছিলটি সম্পন্ন করে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, জেলা যুবদল নেতা আমিরুল ইসলাম ইমন, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানী, তরিকুল ইসলাম বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক খান, মুড়াপাড়া সরকারী কলেজের সাবেক ভিপি তারেক হাসান, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, তারাব পৌরসভা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, তারাবো পৌর সাংগঠনিক আরিফ হাসান আরব, বিএনপি নেতা শিপলু ভুঁইয়া প্রমুখ।

মিছিলের সময় মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে শুধু মনোনয়ন দেননি, বরং রূপগঞ্জবাসিকে দিয়েছেন। রূপগঞ্জবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসার ভোটে আমাকে নির্বাচিত করলে আমি রূপগঞ্জকে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরিত করবো। দলের পক্ষ থেকে আমাকে ভোট চাওয়ার সুযোগ দেয়ায় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, এবং তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ।’