ফাইল ছবি
নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়ন ঘোষণার পর ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রূপগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। আসনটি থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরও। তবে দল থেকে মনোনয়ন ঘোষণা করার পর একত্রে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেছেন দুই নেতাই।
মনোনয়ন পাওয়ার পর কাজী মনিরের বাড়িতে গিয়ে তার দোয়া নিয়েছেন দিপু ভূঁইয়া। তিনি জানান, আমার চাচা ও আমার গার্ডিয়ান কাজী মনির চাচা। আপনারা বলতে পারেন দলীয় কাজের জন্য এসেছেন তবে আমি এসেছি আমার চাচা ও আমার মুরুব্বির বাসায়। আমি যতদিন ধরে রাজনীতি করি তার আদর্শ ও তার সততার দিকে তাকিয়ে রাজনীতি করি।
এসময় দিপু ভূঁইয়াকে সমর্থন জানিয়ে কাজী মনির বলেন, আমরা ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ করবো না। আল্লাহ জানে কার ভাগ্যে কতটুকু সম্মান আছে। আমি কী পাবো সেটা নিয়ে বিভেদ করে যদি স্বাধীনতা বিপন্ন হয় তাহলে কী পাবো। আমি দলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো আজ যখন আপনারা আমরা একসাথে বসেছি এটা অন্যরকম একটা দৃশ্য। এটাই কর্মীরা চায়। সকলকে একসাথে রাখার। দল মনোনয়ন চূড়ান্ত করবে। আমার হাতে ধানের শীষ আছে কী নেই তা ভিন্ন জিনিস। আপনাদের অনুরোধ করবো আমাদের মাঝে যেন কোন বিভেদ না হয়। আমরা সবাই ভাই ভাই, একসাথে থাকতে চাই।
এছাড়াও ভিন্ন বলয়ে আলাদা হয়ে থানা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারাও আসন্ন নির্বাচনকে ঘিরে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। ইতিমধ্যে দলের মনোনীত প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন তারা। নেতারা জানান, ব্যাক্তিগত পছন্দ থাকতে পারে তবে ধানের শীষের পক্ষে সকলে এক। ধানের শীষকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবো।

