রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রাসেল গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৮, ২১ ডিসেম্বর ২০২৫

রাসেল গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ 

সড়ক অবরোধ

নারায়ণগঞ্জক রাসেল গার্মেন্টসের শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদক জিএম এর পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জ শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকেরা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে থেকে এই বিক্ষোভ শুরু হয়।

এর আগে সকালে নারায়ণগঞ্জ সদর থানার সামনে রাসেল গার্মেন্টস শ্রমিকেরা কাজে এসে ৪২ জন শ্রমিকদের ছাটায় এর নোটিশ দেখে কারখানার সামনের ১নং রেলগেইট-টানবাজার সংযোগ সড়ক বন্ধ করে উক্ত কারখানার সামনে অবস্থান করে। 

এসময় গার্মেন্টসের শ্রমিকদের সাথে মালিক পক্ষের সঙ্গে কোন প্রকার সমাধান না হওয়ায় দুপুরে রাসেল গার্মেন্টসের শ্রমিকগণ মিছিল নিয়ে ডিসি অফিসে সামনে মেইন রাস্তা অবরোধ করে। পরবর্তীতে জেলা প্রশাসকের আশ্বাসে তারা আলোচনার জন্য যায়। এসময় মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধিসহ,কারখানার পরিচালক,এডিসি মহোদয়,বিকিএমইএ প্রতিনিধি ,কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধি,সেনাবাহিনী, শিল্প পুলিশ,গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি সহ ডিসি অফিসে আলোচনায় বসেন।

এসময় আলোচনায় শ্রমিকদের ১৯ টি দাবি নিয়ে আলোচনা করা হয়। ৪২ জন ছাঁটাইকৃত শ্রমিককে কাজে না নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে। তবে ছাঁটাইকৃত শ্রমিকদের কে নোটিশ প্রদান করা হয়েছে, উক্ত নোটিশের যথাযথ কারণ উপস্থাপন করে যারা নির্দোষ প্রামাণিত হবে তাদেরকে কাজে পুনর্বহাল করা হবে। জিএম এর বিরুদ্ধে অভিযোগের বিষয় টি তদন্ত করা হবে। আলোচনার পরে শ্রমিকরা সিদ্ধান্ত মেনে না নিয়ে অফিস থেকে বেরিয়ে আসে এবং জেলা প্রশাসকের কার্যালয় সামনে এসে মিছিল করতে থাকে।