মাদক কারবারি ও সন্ত্রাসী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে চারজন মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৩টার দিকে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেপ্তারের লক্ষ্যে শহরের গলাচিপা এলাকার কলেজ রোডে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আল-আমিন (২৬), মোঃ আলী আহমেদ অভি (৩০), মোঃ আদর মিয়া (২৫) এবং মোঃ ইমদাদুল (২৮)।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে ফতুল্লা ক্যাম্প কমান্ডার।
এবিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

