
মানববন্ধন
নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিকেরা।
মঙ্গলবার (২০ মে) ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় ফতুল্লা থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম বলেন, আপনারা যদি সাংবাদিকদের মামলা দিতে চান তাহলে এর বিরুদ্ধে আমরাও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবো। সাংবাদিক সমাজ কারও পক্ষে বা বিপক্ষে লেখি না। আমরা যা দেখি যা বুঝি তাই লিখি। আমরা দেশের স্বার্থে লিখি। আমরা পুলিশ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিপক্ষ নই।
তিনি আরো বলেন, আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক মহলের ইন্ধনে পুলিশ প্রশাসন সাংবাদিকদের হয়রানির চেষ্টা করছে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আপনারা এসকল অপচেষ্টা বন্ধ করুন। সাংবাদিকদের টুঁটি চেপে ধরার চেষ্টা করলে এর পরিনতি ভাল হবে না।