বুধবার, ২১ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বারী ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় আদালত প্রাঙ্গনে আইনজীবীদের মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৯, ২০ মে ২০২৫

বারী ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় আদালত প্রাঙ্গনে আইনজীবীদের মানববন্ধন 

মানববন্ধন

নারায়ণগঞ্জের আদালতপাড়ায় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বারের আইনজীবীরা।

মঙ্গলবার (২০ মে) দুপুরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, কোন আইনজীবীর উপর নারায়ণগঞ্জ বারে কেউ হাত তুলতে পারবে না। বারী ভূঁইয়া যে সাংবাদিক সম্মেলন করেছে। তিনি যার যার বিরুদ্ধে অভিযোগ করে বলেছে। আমি প্রশাসনকে বলব তাদের বিরুদ্ধে মামলা নেয়ার জন্য। মামলা না নিলে আমরা বুঝবো পুলিশ এই সন্ত্রাসীদের সাথে জড়িত।

তিনি আরো বলেন, এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে বারী ভূঁইয়াকে বলব আপনারা মামলা করুন। যতক্ষণ আমরা এই আইনজীবী সমিতিতে আছি। এখানে কোন সন্ত্রাসীরা আসতে পারবে না। কোন মাস্তানি এখানে চলবে না। মাস্তানি করলে প্রথমে প্রশাসনকে বলছি আপনারা দেখবেন। এসপি সাহেবকে বলছি আপনারা জনগণের টাকায় বেতন নেন, আপনাদের দায়িত্ব আপনারা নিরাপত্তা দিবেন। অন্যথায় আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা আইনের প্র্যাক্টিস করি। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা নামলে কোন সন্ত্রাসী থাকতে পারবে না। 

এসময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরাসহ নারায়ণগঞ্জ বারের আইনজীবী মানববন্ধনে অংশগ্রহণ করেন।