
সিগারেট কারখানায় অভিযান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও র্যাব ১১।
এসময় নকল ও রি-ইউজড স্ট্যাম্প ব্যাবহার করে সিগারেট বাজারজাত করায় পাঁচ লক্ষ টাকা জরিমানা, কোম্পানির অফিসার মোঃ সাইফুল ইসলামকে (৪০) ১৪ দিনের কারাদণ্ড ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ মে) সিদ্ধিরগঞ্জের গোদাইল ঘাটে অবস্থিত রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরিটিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে ২১ লক্ষ রি-ইউজড স্ট্যাম্প এবং নকল স্ট্যাম্প উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও প্রায় ১৪ হাজার প্যাকেট সিগারেট উদ্ধার করা হয় অভিযানে।
নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম জানান, ২০২১ সাল থেকে ফ্যাক্টরিটি দৈনিক প্রায় ছয় লক্ষ টাকা করে মাসিক প্রায় দুই কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। ৫০ শতাংশ অরিজিনাল স্ট্যাম্প এবং বাকি ৫০শতাংশ রিইউজড স্ট্যাম্প দিয়ে তারা সিগারেট বিক্রি করে আসছিল।
এর আগে ২০২৩ সালে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয় এবং একই অভিযোগে সিলগালা করা হয়। সিলগালার সাত দিন পরেই পুনরায় চালু করা হয়েছিল ফ্যাক্টরিটি।