মঙ্গলবার, ২০ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে গোডাউনের অভাব পূরণ হলেই নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:২৯, ২০ মে ২০২৫

নারায়ণগঞ্জে গোডাউনের অভাব পূরণ হলেই নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। শুধুমাত্র ব্যালট সংরক্ষনের জন্য গোডাউনের স্থান বা গোডাউন পেলেই সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন। 

জেলা নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে।

অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ রাকিবুজ্জামান (রেনু) জানান, আমাদের ভোটার তালিকা হালনাগাদ করে এখন যেকোন নির্দেশনা দিলে সেটি করার মত সক্ষমতা আমাদের আছে। এখন কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষা। 

তিনি বলেন, আমাদের শুধুমাত্র নির্বাচনী সামগ্রী, ব্যালট সামগ্রী রাখার জন্য যে গোডাউন প্রয়োজন তার সংকট রয়েছে। আমরা ডিসি মহোদয়কে গোডাউন করার মত একটি স্থান দেয়ার জন্য কমিশন থেকে চিঠিও দিয়েছি। আমরা এখনো সেই স্থান এখনো পাইনি। ব্যালটগুলো রাখার মত যে স্থান প্রয়োজন তা নেই। যেকোন স্থানে এটি রাখলে কুষ্টিয়ায় একটি দুর্ঘটনা ঘটেছিল, সেরকম হবার সম্ভাবনা থাকে। একটি স্থান থাকলে সেখানে সংরক্ষন করা যায়। একটি ব্যালট বাক্স হারিয়ে গেলে যতক্ষন পর্যন্ত এটি না পাওয়া যায় বা কোন মানুষের কাছে এটি থেকে থাকলেও তো নির্বাচন কমিশনের উপর দোষ আসবে। এসবের জন্য একটা গোডাউন দরকার। আগের বস্তাগুলো ডিসি মহোদয়ের এখানে আলাদাভাবে সংরক্ষিত। 

তিনি আরো বলেন, আমাদের পর্যাপ্ত লোকবল, ল্যাপটপ ও অন্যান্য সামগ্রী প্রস্তুত আছে। আমরাও প্রস্তুত আছি। 

নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের পরিবেশের দিক থেকে কোন থ্রেড আমরা মনে করছিনা। আমাদের সাথে সবার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। পরিবেশ ভালো আছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সংকট থাকলে আমরা ব্যালটের জন্য রুম ফাঁকা করবো। আমাদের রেকর্ড রুম রয়েছে। সেখানে আমরা চাইলেই ব্যাবস্থা করবো। এ ব্যাপারে কমিশনের চিঠি দেয়া হয়েছে শুনেছি। সম্ভব হলে আমরা উপরে রুম করে ফেলবো।