রোববার, ১৮ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সততা ও নিষ্ঠা ব্যবসার মূলধন : শহীদুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৪, ১৭ মে ২০২৫

আপডেট: ২২:০৫, ১৭ মে ২০২৫

সততা ও নিষ্ঠা ব্যবসার মূলধন : শহীদুল ইসলাম

ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম

টাকা দশ হাজার খুলবো ব্যবসার দ্বার এই স্লোগানে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ১৭ মে সকালে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম  বলেন আমাদের একটি স্লোগান আছে "টাকা দশ হাজার খুলবো ব্যবসার দ্বার", এটা শুধু প্রতিপাদ্য বিষয় তা কিন্তু নয়। আপানাদের মনে রাখতে হবে শুরুটা ছোট থেকেই হয়। বড় সেটাপ নিয়ে বড় বড় অফিস নিলেই ব্যবসা হয়না। ব্যবসার মূলধন সততা ও নিষ্ঠা। এসময় তিনি আরো বলেন আল্লাহর রাসূল তিনি নিজে ব্যবসা করেছেন এবং সাহাবিদের ব্যবসায়ী হতে উৎসাহ দিয়েছেন।  এবং কুরআনের একটি আয়াত তুলে ধরে তিনি বলেন সততা ও নিষ্ঠাবান ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে প্রবেশ করবেন। 

ঢাকা দক্ষিন অঞ্চলের আইবি ডাব্লিউ ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ডা.আনোয়ারুল আজীম, নারায়ণগঞ্জ মহানগর  আইবি ডাব্লিউ ফাউন্ডেশনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুুল কাইয়ুম, নারায়ণগঞ্জ জেলা আইবি ডাব্লিউ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর আইবি ডাব্লিউ ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তার আনসারী প্রমূখ।

ব্যবসায়ীদের সততা ও দক্ষতায় এগিয়ে নিতে আইবি ডাব্লিউ ফাউন্ডেশন সর্বস্থরের মাঝে পৌঁছে যাবে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত  ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, ব্যবসায়ী নেতা নিজাম উদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদ, মাহাবুব আলম সহ আরো অনেকে।