মঙ্গলবার, ২০ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শতবর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৫, ১৯ মে ২০২৫

শতবর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহ্বান

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী ২৩ মে আন্তর্জাতিক র‍্যাপিড স্কুল চেস টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধন করবেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব।

আকর্ষণীয় ক্রেস্ট, মেডেল ও সাটিফিকেটসহ ৬০ হাজার টাকার অর্থ পুরস্কারের এ টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের ২১মে এর মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ নাম অন্তভুক্ত করার জন্য বলা হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য মোট ২৫টি পুরস্কার থাকছে।

নাম এন্ট্রি করার জন্য হটলাইন (০১৭২৪৯২১১৬৪) নম্বর রাখা হয়েছে। এ নম্বরেই বিকাশ কিংবা নগদে এন্ট্রি ফি দেওয়া যাবে। নারায়ণগঞ্জের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এন্ট্রি ফি ৩১০ টাকা, নারায়ণগঞ্জের বাইরের স্কুলের ক্ষেত্রে অঙ্কটা ৫১০ টাকা। এন্ট্রি করার পর হটলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে অংশগ্রহণকারীর পূর্ণ নাম, জন্মতারিখ, খেলোয়াড় আইডি (যদি থাকে), স্কুলের নাম এবং মোবাইল নম্বর দিতে হবে।

হেরিটেজ স্কুলের পৃষ্ঠপোষকতায় ২৩ মে সকাল ১০টা থেকে টুর্নামেন্টের খেলা আই ই টি স্কুল (হাজীগঞ্জ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শেষে বিকেলে পুরস্কার বিতরণ করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম।